২ আগস্ট: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০২ আগস্ট ২০২০, ০০:৫৫

সাহস ডেস্ক

০২ আগস্ট ২০২০, রবিবার। ১৮ শ্রাবণ ১৪২৭। ০২ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১৪তম (অধিবর্ষে ২১৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৫১ দিন বাকি রয়েছে।  এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭১৮ - স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড- এই চতুর্শক্তির মৈত্রী জোট হয়।
১৮৫৮ - ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেওয়া হয়।
১৯৬২ - দক্ষিণ আফ্রিকার মুক্তি সংগ্রামের নেতা নেলসন ম্যান্ডেলা কারারুদ্ধ হন।
১৯৯০ - ইরাকি ট্যাংক ও পদাতিক বাহিনী রাতারাতি কুয়েত দখল করে নেয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া।

জন্ম
১৮৬১ - প্রফুল্ল চন্দ্র রায় (পি সি রায় নামে পরিচিত) প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক, কবি।
১৮৪১ - বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্মসমাজের আচার্য ও সমাজ সংস্কারক।(মৃ.১৮৯৯)
১৮৬১ - আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক ও কবি।(মৃ.১৬/০৬/১৯৪৪)
১৮৭৬ - পিঙ্গালি ভেঙ্কাইয়া,স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার।(মৃ.০৪/০৭/১৯৬৪)
১৮৮৭ - টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯২৩ - শিমন পেরেজ, পোলীয় বংশোদ্ভূত ইসরায়েলী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।(মৃ.২৮/০৯/২০১৬)

মৃত্যু
১৯২২ - আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক।
১৯২৩ - ওয়ারেন জি. হার্ডিং, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৯তম রাষ্ট্রপতি।
১৯৭৬ - ফ্রেডিরিক এ্যান্টন ক্রিস্টিয়ান ল্যাং, একজন অস্ট্রিয়ান-আমেরিকান চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার।
২০০২ - ক্রিস্টেন নিগার্ড, নরওয়েজীয় গণিতবিদ এবং কম্পিউটার প্রোগ্রমিং ভাষা মুঘল এবং রাজনীতিবিদ।
১৯৮০ - রামকিঙ্কর বেইজ প্রখ্যাত ভারতীয় বাঙালি ভাস্কর।(জ.২৫/০৫/১৯০৬)
২০০২ - ক্রিস্টেন নিগার্ড, নরওয়েজীয় গণিতবিদ, কম্পিউটার প্রোগ্রামিং ভাষা মুঘল ও রাজনীতিবিদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত