২৩ জুন: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৩ জুন ২০২০, ০০:০১

সাহস ডেস্ক

আজ ২৩ জুন ২০২০, মঙ্গলবার। ০৯ আষাঢ়, ১৪২৭ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের  ১৭৪তম (অধিবর্ষে ১৭৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৯১ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৫৭ - পলাশীর যুদ্ধ সংঘঠিত হয়।
১৭৯৪ - রাশিয়ার সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথরিন ইহুদিদের কিয়েভে বসতি স্থাপনের অনুমতি দেন।
১৯০২ - মার্সিডিজ গাড়ির ব্র্যান্ড নিবন্ধিত হয়।
১৯৮৫ - এয়ার ইন্ডিয়ার প্লেন ৩২৯ জন যাত্রী নিয়ে আয়ারল্যান্ডে বিধ্বস্ত হয়।
১৯৯৮ - বঙ্গবন্ধু সেতু চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

জন্ম
১৬১৬ - শাহ সুজা, বাংলার সুবাদার মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে। (মৃ. ১৬১৬)
১৮৫৪ - স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি ও সুদক্ষ ইঞ্জিনিয়ার।(মৃ.১২/০৫/১৯৩৬)
১৮৬৭ - হরিচরণ বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতনের অধ্যাপক ও ‘বঙ্গীয় শব্দকোষ’অভিধানের সংকলক।(মৃ.১৩/০১/১৯৫৯)
১৮৮৯ - আনা আখমাতোভা, একজন খ্যাতনামা রুশ কবি। (মৃ. ১৯৬৬)
১৯০৪ - কুইন্টিন ম্যাকমিলান, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। (মৃ. ১৯৩৮)
১৯০৭ - জেমস মীড, ব্রিটিশ অর্থনীতিবিদ। (মৃ. ১৯৯৫)
১৯১২ - অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ।(মৃ.০৭/০৬/১৯৫৪)
১৯১৬ - লেন হাটন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও দল নির্বাচক ছিলেন। (মৃ. ১৯৯০)
১৯২২ - সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।
১৯২৭ - বব ফসে, মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। (মৃ. ১৯৮৭)
১৯৩৬ - সিরাজুল ইসলাম চৌধুরী, একজন বাংলাদেশী লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক।
১৯৪০ - মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ।
১৯৪৮ - নবারুণ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি কবি ও কথাসাহিত্যিক। (মৃ.৩১/০৭/১৯৫৪)
১৯৫৭ - ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, মার্কিন অভিনেত্রী।
১৯৭২ - জিনেদিন জিদান, ফরাসি ফুটবল খেলোয়াড়

মৃত্যু
১১৮০৬ - মাথুরিন জ্যাকে জাকুইয়েস বরিসন, তিনি ছিলেন ফরাসি প্রাণিবিজ্ঞানী ও দার্শনিক।
১৮৩৬ - জেমস মিল, তিনি ছিলেন স্কটিশ ইতিহাসবেত্তা, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক।
১৮৯১ - উইলহেম এডুয়ার্ড ওয়েবার, তিনি ছিলেন জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
১৯৫৯ - বরিস ভিয়ান, তিনি ছিলেন ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
১৯৬৩ - ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ,ভারতীয় পন্ডিত ও হিন্দু জাতীয়তাবাদী নেতা রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ (বর্তমানে ভারতীয় জনতা পার্টি) প্রতিষ্ঠাতা। (জ.০৬/০৭/১৯০১)
১৯৯০ - হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ভারতীয় কবি অভিনেতা ও রাজনীতিবিদ।(জ.০২/০৪/১৮৯৮)

ছুটি ও অন্যান্য
পলাশী দিবস৷
জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস৷
আন্তর্জাতিক অলিম্পিক দিবস৷
আওয়ামী লীগ প্রতিষ্ঠা দিবস৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত