২ মিনিটে অজানা ৫

প্রকাশ : ১৩ আগস্ট ২০১৯, ১৭:৪৮

১। জার শাসনামলে রাশিয়ার সরকারি রাজস্বের প্রায় ৪০% আসতো শুধু ভদকা সংশ্লিষ্ট বাণিজ্য থেকে।

২।হিন্দু প্রেমের দেবতা কামদেব কৃষ্ণের পুত্ররূপে জন্মগ্রহণ করেন বলে পুরাণে কথিত আছে।

৩।২০০৩ সালে কলকাতার আদি জমিদার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দায়ের করা একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে জব চার্নক কর্তৃক কলকাতা শহর প্রতিষ্ঠিত হওয়ার তত্ত্বটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

৪।১৫৫৯ সালে সংঘটিত এক প্রলয়ঙ্করি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে মহেশখালী দ্বীপের সৃষ্টি।

৫।গ্রিসের জাকিনথোস মেরিন পার্ক হচ্ছে ভূমধ্যসাগরের সামুদ্রিক কচ্ছপ রক্ষায় নির্মিত প্রথম জাতীয় সংরক্ষণকেন্দ্র।

সাহস২৪.কম/জুবায়ের/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত