২ মিনিটে অজানা ৫

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ১২:১৮

১। ৩৭টি ভাষায় অনুবাদ হওয়া মার্কিন কিশোর ঔপন্যাসিক এবং চলচ্চিত্র প্রযোজক স্টিফেনি মেয়ার (ছবিতে) ২০০৮ এবং ২০০৯ সালে আমেরিকার সর্বোচ্চ বইবিক্রেতা লেখক।

২। বান্দরবনের ডিম পাহাড়ে রয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু তথা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ সড়কপথ।

৩। ২৫ আগস্ট ২০১৭ সালে মায়ানমার সামরিক বাহিনী কর্তৃক শুরু হওয়া গণহত্যা থেকে বাঁচার জন্য প্রায় ৬,৫৫,০০০ থেকে ৭,০০,০০০ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়।

৪। ২০১৭-২০১৮ সালে সংঘটিত ইরান আন্দোলন, ২০০৯ সালের পর দেশটিতে সংঘটিত সবচেয়ে বড় আন্দোলন।

৫। আনোয়ার পাশা রচিত 'রাইফেল রোটি আওরাত' উপন্যাসটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়েই রচিত এবং মুক্তিযুদ্ধ সংক্রান্ত প্রথম উপন্যাস।

সাহস২৪.কম/জুবায়ের/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত