২ মিনিটে অজানা ৫

প্রকাশ : ০৭ আগস্ট ২০১৯, ১৩:৫৩

১।আফগানিস্তানের বামিয়ান উপত্যকা ২০০১ সালের মার্চ মাসে তালিবানদের হাতে ধ্বংস হওয়া দুটি দৈত্যাকার বুদ্ধমূর্তি ও আরও নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত।

২।আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যেসব প্রতিযোগী কোনো পদক জয় করতে পারে না, কিন্তু কোনো সমস্যায় সাত নম্বর পায় তাঁদেরও সম্মানজনক উদ্ধৃতি প্রদান করা হয়।

৩।ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিদ স্টিফেন হকিং নিজেকে সাধারণ অর্থে ধার্মিক নন হিসেবে পরিচয় দিয়েছেন।

৪।১৯৩৩ খ্রিস্টাব্দে নির্মিত কর্ম নামক চলচ্চিত্রে দেবিকা রাণী ও হিমাংশু রায়ের চার মিনিট ব্যাপী চুম্বন দৃশ্য ভারতীয় চলচ্চিত্রে দীর্ঘতম চুম্বন দৃশ্যের রেকর্ড ধরে রেখেছে।

৫।বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে ওয়াসফিয়া নাজরীন সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেছেন।

সাহস২৪.কম/জুবায়ের/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত