২৯ জুলাই: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৯ জুলাই ২০১৯, ০০:০৩

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য সাহস২৪.কম এর নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৯ জুলাই ২০১৯, সোমবার, ১৪ শ্রাবণ ১৪২৬, ২৫ জিলকদ ১৪৪০। ২৯ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১০তম (অধিবর্ষে ২১১তম) দিন। বছর শেষ হতে আরো ১৫৫ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১৫৮৮- ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী এ্যাংলো-স্প্যানিশ যুদ্ধে ফ্রান্সের গ্রেভলাইনস সমুদ্র তীরে স্প্যানিশ আর্মাডাকে পরাজিত ও ধ্বংস করে।
১৮৫১- অ্যানেবেল দ্য গ্যাসপ্যারিস ১৫ ইউনোমিয়া অ্যাস্টরয়েড আবিষ্কার করেন।
১৮৫৮- যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে হ্যারিস চুক্তি স্বাক্ষরিত।
১৮৯৯- যুদ্ধ ও যুদ্ধপরাধ সংক্রান্ত প্রথম হেগ কনভেনশন স্বাক্ষরিত হয়।
১৯২১- এডলফ হিটলার জার্মানির জাতীয় সমাজতান্ত্রিক ওয়ার্কার্স পার্টির নেতা নির্বাচিত হোন।
১৯৫৭- আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন গঠিত হয়।
১৯৫৮- মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা নাসা প্রতিষ্ঠিত হয়।
১৯৮৭- ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রধানমন্ত্রী ইংলিশ চ্যানেলের নিচে সুরঙ্গপথ (ইউরোটানেল) নির্মাণের চুক্তি স্বাক্ষর করেন।
২০০৫- জ্যোর্তিবিদরা সৌরজগতের অন্যতম বামন গ্রহ এরিস আবিষ্কার করেন।

জন্ম:
১৮৪৩- ইয়োহানেস শ্মিট, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৮৩-বেনিতো মুসোলিনি, দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক।
১৯০৪- জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা, ভারতীয় শিল্পপতি।
১৮০১- ইংলিশ সাহিত্যিক জর্জ বার্নাডশ।

মৃত্যু:
১০৯৯- পোপ দ্বিতীয় আরবান।
১১০৮- ফরাসী রাজা প্রথম ফিলিপ।
১৮৯০- ভিনসেন্ট ভ্যান গখ , ওলন্দাজ চিত্রকর।
১৮৯১- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার।
১৯৬২- রোনাল্ড ফিশার, বিখ্যাত পরিসংখ্যানবিদ।
১৯৮৩- লুইস বুনুয়েল, স্পেনীয় চলচ্চিত্র পরিচালক ও সুরিয়ালিস্ট আন্দোলনের নেতা।
১৯৯৬- ফরাসী গণিতবিদ মার্সেল পল শোয়োতজেনবার্গার।

ছুটি ও অন্যান্য:
জাতীয় থাই ভাষা দিবস, থাইল্যান্ড।
জাতীয় সংগীত দিবস, রোমানিয়া।
বিশ্ব বাঘ দিবস।

তথ্যসূত্র: উইকিপিডিয়া

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত