২ মিনিটে অজানা ৫

প্রকাশ : ২৪ জুলাই ২০১৯, ১২:০৮

১। বাঙালি বিপ্লবী বাঘা যতীন সরকারী নথিপত্রে রাজনৈতিক নেতা অরবিন্দ ঘোষের দক্ষিণহস্ত হিসেবে পরিচিত ছিলেন।

২। ১৯৭১ সালের ২রা এপ্রিল বাংলাদেশের কেরানীগঞ্জ উপজেলায় সংগঠিত গণহত্যা 'জিঞ্জিরা গণহত্যা' নামে পরিচিত।

৩। ইতালীয় গণিতবিদ জিরোলামো কার্দানো ত্রিঘাত সমীকরণ সমাধান করতে গিয়ে জটিল সংখ্যা আবিস্কার করেন।

৪। পূর্ব বাংলার (বর্তমান বাংলাদেশ) মানুষের স্বাধীনতা সংগ্রামকে সাহায্য করার জন্য ৩১শে মার্চ ভারতীয় সংসদের লোকসভায় যে প্রস্তাব গৃহীত হয় তার পেছনে ১৯৭১ সালের অস্থায়ী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

৫। 'আফ্রিকার ত্রাস' ব্ল্যাক মাম্বা পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সাপ হিসেবে পরিচিত।

সাহস২৪.কম/জুবায়ের/শামীম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত