কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব

প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ১৮:১৩

রোকনুজ্জামান

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব উদ্বোধন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী উৎসবটির উদ্বোধন করেন।

বুধবার রাতে স্মরণোৎসবের উদ্বোধনকালে তিনি বলেন- লালনের সাথে মানুষের আত্মার সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, মানুষের প্রতি ভালোবাসা দেখাতে হবে। পশুপাখি, গাছপালা, প্রকৃতিকে আমাদের ভালোবাসতে হবে। তবেই আজকে লালনের এই স্মরণোৎসবে আসা স্বার্থক হবে।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন কুষ্টিয়ার ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ-আসকারী।

আলোচনা সভা শেষে মূল মঞ্চে শুরু হয় বাউল সম্রাট ফকির লালন শাহের আধ্যাত্মিক গানের আসর।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত