২২ নভেম্বর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২২ নভেম্বর ২০১৮, ১১:৪৪

সাহস ডেস্ক
মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডন

২২ নভেম্বর, ২০১৮, বৃহস্পতিবার। ০৮ অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২৬তম (অধিবর্ষে ৩২৭তম) দিন। বছর শেষ হতে আরো ৩৯ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮৫৬- বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
১৮৫৭- সিপাহি বিদ্রোহের এক পর্যায়ে ঢাকার লালবাগ দুর্গে তাদের ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।
১৯৯১- মিশরীয় উপপ্রধানমন্ত্রী ড. বট্রোস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পান।
১৯৪৩- লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৫৪- যুক্তরাষ্ট্রের হিউম্যান সোসাইটির প্রতিষ্ঠা।

জন্ম
১৭৮৭- ডেনিশ ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত রাসমুস রাস্ক।
১৮৬৯- নোবেলজয়ী ফরাসি কথাশিল্পী ও সমালোচক আঁদ্রে জিদ।
১৮৭০- অস্ট্রেলিয়ান ক্রিকেটার হ্যারি গ্রাহাম।
১৮৮৬- বাঙালি পণ্ডিত, শিক্ষক ও দেশপ্রেমিক বেণী মাধব দাস।
১৯০৪- নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ লুই নিল।
১৯১৭- নোবেলজয়ী ব্রিটিশ জীববিজ্ঞানী স্যার অ্যানড্রু ফিল্ডিং হাক্সেল।
১৯৬২ - রেজাউদ্দিন স্টালিন, বাংলাদেশী কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব।
১৯৬৫ - শাকুর মজিদ, বাংলাদেশী স্থপতি, নাট্যকার, তথ্যচিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক।
১৯৮৪ - স্কার্লেট জোহ্যানসন, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু
১৭৭৪ - রবার্ট ক্লাইভ, ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালনকারী।

১৯১৬- মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডন।
১৯৪৪ - আর্থার স্ট্যানলি এডিংটন, বিজ্ঞানী।
১৯৪৬ - আলবার্ট রোজ-ইন্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৪৮ - ফখরুদ্দিন পাশা, মদিনার শেষ উসমানীয় গভর্নর।
১৯৬৩ - জন এফ. কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত