২১ নভেম্বর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৮, ১৩:৫৩

সাহস ডেস্ক

আজ ২১ নভেম্বর, ২০১৮, বুধবার। ০৭ অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২৫ তম (অধিবর্ষে ৩২৬ তম) দিন। বছর শেষ হতে আরো ৪০ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৮৩ - মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।
১৮০৬ - ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয়।
১৮৭৭ – থমাস এডিসন গ্রামোফোন আবিষ্কারের ঘোষণা দেন।
১৯০৮ - বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেওয়া হয়।
১৯১৮ - জার্মান সামরিক নৌবহর মিত্রশক্তির কাছে আত্মসমর্পন করে।
১৯৪৫ - ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দিদের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র-শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।
১৯৭৯ - উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়।
১৯৯৪ - নোবেলজয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজেরিয়া ত্যাগ করেন।
২০০২ - ন্যাটো সদস্য হওয়ার জন্য বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানায়।

জন্ম
১৬৯৪ - ফরাসি লেখক ও দার্শনিক ভলতেয়ার।
১৮১৮ - মার্কিন নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান
১৯২১ - বেটি উইলসন, অস্ট্রেলীয় মহিলা ক্রিকেটার।
১৯৬৬ - কবির বকুল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকার ও সাংবাদিক।
১৯৯১ - আলমাজ আয়ানা, ইথিওপীয় প্রমিলা দূরপাল্লার দৌড়বিদ।

মৃত্যু
১৯৭৪ - শিশু সাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তী।
১৯৭০ - নোবেলজয়ী ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর রমাণ
১৯৯৬ - নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী আব্দুস সালাম।

দিবস
সশস্ত্র বাহিনী দিবস (বাংলাদেশ)।
বিশ্ব টেলিভিশন দিবস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত