৫ নভেম্বর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৮, ১২:০৪

সাহস ডেস্ক

৫ নভেম্বর, ২০১৮, সোমবার। ২১ কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০৯তম (অধিবর্ষে ৩১০তম) দিন। বছর শেষ হতে আরো ৫৬ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৫৫৬ - পানিপথের দ্বিতীয় যুদ্ধে মোগল সম্রাট আকবরের বাহিনীর হাতে হিমু পরাস্ত হন।
১৭৯৫ - বাংলা নাটকের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয় ‘ক্যালকাটা গেজেট’ পত্রিকায়।
১৯১১ - ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং ত্রিপোলি দখল করে নেয়।
১৯৭৫ - অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদ সেনাবাহিনীর হাতে পদচ্যুত হন।
১৯৯৩ - ফ্রান্স, জার্মানি ও বেলজিয়াম ন্যাটোর বিকল্প ইউরোপীয় বাহিনী ইউরো কর্পস গঠন করে।

জন্ম
১৯৩৬ - উয়ে সিলার, প্রখ্যাত জার্মান ফুটবলার।
১৯৫৪ - জেফ্রি স্যাক্স, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ।
১৯৫৯ - ব্রায়ান এডামস, একজন কানাডীয় গায়ক, গিটারবাদক ও গীতিকার।
১৯৬৪ - আবেদি পেলে, ঘানার প্রখ্যাত ফুটবলার।

মৃত্যু
১৮৭৯ - জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী।
১৯৭৪ - অহীন্দ্র চৌধুরী, বাঙালি অভিনেতা।
২০১১ - ভুপেন হাজারিকা, স্বনামধন্য ভারতীয় কণ্ঠ সঙ্গীত শিল্পী। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত