২৩ মে: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৩ মে ২০১৮, ১২:৪৭

সাহস ডেস্ক

২৩ মে ২০১৮, বুধবার। ০৯ জৈষ্ঠ্য, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৩ তম (অধিবর্ষে ১৪৪ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৪৩০ - ইংরেজরা জোয়ান অব আর্ককে গ্রেপ্তার করে।
১৫৬৪ - নেদারল্যান্ডস তাদের স্বাধীনতা ঘোষণা করে।
১৬১৮ - চেকের প্রোটেস্টান খৃষ্টানরা হোলি রোমান এমপ্যায়ার নামে পরিচিত রোমের ক্যাথলিক খৃস্টান সম্রাট ২য় ফ্রেডারিকের দুজন দূতকে হত্যা করে।
১৭৮৫ - মার্কিন বৈজ্ঞানিক বেনজামিন ফ্রাংকলিন একটি পত্রে তার সর্বশেষ আবিষ্কার বাইফোকাল চশমার কথা জানান।
১৮১৮ - প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়।
১৯১১ - নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯১৫ - প্রথম মহাযুদ্ধে অষ্ট্রিয়া এবং হাঙ্গেরির বিরুদ্ধে ইতালি যুদ্ধ ঘোষণা করে।
১৯২০ - এশিয়ার প্রথম কমিউনিস্ট সংগঠন ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি গঠিত হয়।
১৯৪৭ - বৃটিশ মন্ত্রীসভা ভারত বিভক্ত করার ঐতিহাসিক প্রস্তাব মেনে নেয়।
১৯৮৩ - কুমারী বাচেন্দী পাল প্রথম ভারতীয় নারী এভারেস্ট জয় করেন।
১৯৯৩ - ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সমাবর্তন করে নোবেল বিজয়ী বিজ্ঞানী আবদুস সালামকে সম্মানপূর্বক ডিগ্রী প্রদান করা হয়।

জন্ম
১৭৯৯ - কবি টমাস হুড।
১৮১০ - আমেরিকার সাংবাদিক ও নারীবাদী মার্গারেট ফুলার।
১৮৫৫ - ইংরেজ নারীবাদী ইসাবেলা ফোর্ড।
১৮৮১ - রোমানীয় কবি তুদোর আর্গেজি।
১৮৯১ - নোবেলজয়ী (১৯১১) সুইডিস কবি পার ল্যাগেরকভিস্ত।
১৯২৪ - কবি সানাউল হক।
১৯৪৭ - বার্নার্ড কম্‌রি, ব্রিটিশ ভাষাবিজ্ঞানী।
১৯৫১ - আনাতোলি কারপভ, দাবার বিশ্ব চ্যাম্পিয়ন।

মৃত্যু
১৮৫৭ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ।
১৯০৬ - নরওয়েজীয় নাট্যকার ও কবি হেনরিক ইবসেন।
১৯৩০ - প্রত্মতাত্ত্বিক ও ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
১৯৩৪ - আমেরিকার ব্যাংক ডাকাত বনি্ন এবং ক্লিড পুলিশের অ্যামবুশে নিহত হয়েছিল।
১৯৩৭ - মার্কিন ধনকুবের ও শিল্পপতি জন ডেভিড রকফেলার।
২০০৯ - রিপাবলিক অব কোরিয়ার ১৬তম প্রেসিডেন্ট রহ-মু-হিয়ান।
২০১৬ - নূরজাহান বেগম, বাংলাদেশে নারী সাংবাদিকতার অগ্রদূত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত