২২ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৮, ১১:৩২

সাহস ডেস্ক

২২ জানুয়ারি ২০১৮, সোমবার। ০৯ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২ তম (অধিবর্ষে ২৩ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৭১ - ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের হাতে ছেড়ে দিতে স্পেনের সম্মতি।
১৯২৭ - প্রথমবারের মতো বেতারে ফুটবল খেলার ধারাবিবরণী প্রচার।
১৯০৫ - রাশিয়ার প্রথম বিপ্লরেব সূচনা হয়েছিলো।
১৯৯১ - উপসাগরীয় যুদ্ধে ইরাক কুয়েতের আল ওয়াফবার তেল খনি জ্বালিয়ে দেয়।

জন্ম
১৫৬১ - প্রাবন্ধিক ফ্রান্সিস বেকন, ইংরেজ দার্শনিক।
১৭৮৮ - লর্ড বায়রন, অ্যাংলো-স্কটিশ কবি।
১৮৯৭ - কবি, গায়ক, সুরকার ও লেখক দিলীপ কুমার রায়।
১৯০৯ -  ইউ থান্ট, বার্মা। জাতিসংঘের ৩য় মহাসচিব। (মৃত্যুঃ ১৯৭৪)
১৯৩৮ - আলতেয়ার, ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৭৭ - হিদেতোশি নাকাতা, জাপানী ফুটবলার।

মৃত্যু
১৬৬৬ - মোগল সম্রাট শাহজাহান।
১৯০০ - টেলিপ্রিন্টার ও মাইক্রোফেনের উদ্ভাবক ডেভিট এ্যাডওয়ার্ড হিউজ।
১৯০১ - ভারত সম্রাজ্ঞী এবং ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী ভিক্টোরিয়া।
১৯৭৩ - লিন্ডন বি. জনসন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি।
২০১০ - বেটি উইলসন, অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার।

ছুটি ও অন্যান্য
একত্রীভূতিকরণ দিবস - ইউক্রেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত