রামেকে করোনা ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু

প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১০:৪০

সাহস ডেস্ক

বিশ্বজুড়ে তাণ্ডব চালানো মহামারি ভাইরাস করোনার প্রকোপ দেশেও ছড়িয়ে পরেছে। প্রতিনিয়ত লাশের তালিকায় যুক্ত হচ্ছে অনেক প্রাণ। অসন্ন ঈদকে সামনে রেখে লকডাউন সীমিত করার পরপরই উৎসবের বাংলাদেশ পরিনত হয়েছে। ফেরী-রাস্তা-শপিংমল-গণপরিবহন থেকে শুরু করে কোথাও নেই স্বাস্থ্যবিধি মানার সামান্য প্রয়াসটুকু।

এদিকে  গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  মারা গেছেন ১৬ জন। এরমধ্যে করোনায় ৮ জন এবং উপসর্গ নিয়ে ৮ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে ৪৭ দিনে রামেকে সবমিলিয়ে ৬৬১ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১৬ জন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহীর ৯, পাবনায় ৩, চাঁপাইনবাবগঞ্জের ২, নাটোরের ১ জন ও কুষ্টিয়ার ১ জন মারা গেছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৪৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫০ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগীর সংখ্যা। 

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২৫৮ জন ও উপসর্গ নিয়ে ২৬৯ জন ভর্তি রয়েছেন।

এর আগে গত ১ জুলাই ২২ জন, ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৩ জন, ৪ জুলাই ১২ জন, ৫ জুলাই ১৮ জন, ৬ জুলাই ১৯ জন, ৭ জুলাই ২০ জন, ৮ জুলাই ১৮ জন, ৯ জুলাই ১৮ জন এবং ১০ জুলাই ১৪ জন, ১৫ জুলাই ১৯ জন, ১৬ জুলাই ১৫ জন মারা গেছে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে।

সাহস২৪.কম/এফএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত