খুলনায় শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ প্রদান কার্যক্রম

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২, ১৭:০৯

শেখ নাদীর শাহ্, খুলনা

খুলনায় মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ প্রদান কার্যক্রম। রবিবার (১৮ ডিসেম্বর) খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ডিসেম্বর মাসের অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডাঃ সুজাত আহমেদ জানান, ডিসেম্বর মাসের ২০ তারিখ হতে সারাদেশের ন্যায় খুলনা জেলাতেও করোনা টিকার চতুর্থ ডোজ বা দ্বিতীয় বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি, জটিল রোগে আক্রান্ত ব্যক্তি ও জরুরী সেবা প্রদানে নিয়োজিতরা এই দ্বিতীয় বুস্টার ডোজের টিকা পাবেন।

সভায় পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/এএম.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত