ডেঙ্গুতে আরও মৃত্যু ৬, নতুন ভর্তি ৮৬৯ জন

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ১৯:০২

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩৪ জনের মৃত্যু হলো।

একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৬৯ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৩১ জনে।

শনিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ৩ হাজার ৫৯৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ২ হাজার ২৮৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৩২ হাজার ৪০০ জন রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬ হাজার ১৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৮৫৩ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা ১১ হাজার ২৭৮ জন।

এ বছর ডেঙ্গু সংক্রমণের বৈশিষ্ট্যের মধ্যে আছে, দেশের ৫০টির বেশি জেলায় এ বছর ডেঙ্গু দেখা দিয়েছে। ডেঙ্গুর চারটি ধরনের মধ্যে তিনটিই এখন বাংলাদেশে সক্রিয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত