বিশ্বে করোনায় আক্রান্ত ৬২ কোটি ৬০ লাখ ছাড়াল

প্রকাশ | ০৮ অক্টোবর ২০২২, ১১:৫৬ | আপডেট: ০৮ অক্টোবর ২০২২, ১২:০০

অনলাইন ডেস্ক

দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে নতুন করে সংক্রমণ বৃদ্ধির মধ্যে দিয়ে বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৬০ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে শনিবার (০৮ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৬০ লাখ ৮৪ হাজার ৩৬৩ জনে পৌঁছেছে। এছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৬৫ লাখ ৫৯ হাজার ৩৬০ জনে পৌঁছেছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৯ কোটি ৮৫ লাখ ২৩ হাজার ১৬৮ জন এবং মোট মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৮৭ হাজার ৬৫৫ জন। বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত চার কোটি ৪৬ লাখ ৬ হাজার ৪৬০ জন এবং একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৭৫৪ জনে।

সাহস২৪.কম/এএম/এসকে.