পঞ্চগড়ে চিকেন পক্সের হানা

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ১৭:৪৪

ডিজার হোসেন বাদশা

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হঠাৎ করে দেখা দিয়েছে চিকেন পক্সের প্রাদুর্ভাব। আর এতে শিশু-কিশোর থেকে বৃদ্ধ, আক্রান্ত হচ্ছে সবাই। তবে সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও কিশোরেরা। এতে করে অতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষদের মাঝে।

সরেজমিনে দেখা গেছে, শহরের চেয়ে এই ভাইরাসের প্রকোপ সব থেকে বেশি দেখা মিলছে গ্রাম-গঞ্জে। জানা গেছে চিকেন পক্সে আক্রান্তের পর গ্রামের অধিকাংশ সাধারণ পরিবার গ্রাম্য কবিরাজ বা আদি চিকিৎসায় ঝুকছেন। অন্যদিকে কবিরাজি বা গ্রাম্য আদি চিকিৎসা গ্রহণ না করে আক্রান্তের সাথে সাথে দ্রুত চিকিৎসকের সরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

বিভিন্ন গ্রামে দেখা গেছে আক্রান্ত শিশু কিশোরদের শরীরে দেশী নিমের পাতা ও কাচা হলুদ বেটে শরীরে মেখে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। কেউ আবার নিম পাতা গরম জলে গোসল করছে। অনেকেই আবার ডাবের পানি আক্রান্ত স্থানে মাখছে, কেউ পানি পান করছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ডাঙ্গাপাড়া এলাকার আব্বাস আলী বলেন, আদিকালের নিয়ম হচ্ছে, পক্স হলে ডাবের পানি পান করা, শরীরের ক্ষত স্থানে নিমের পাতা বেটে লাগানো। আবার আমরা কবিরাজেরও চিকিৎসা মাঝে মধ্যে নিচ্ছি। তবে অনেকের একটু বেশী সময় লাগায় তারা আতঙ্কে আছেন। ভেলুপাড়া গ্রামের তাহের ইসলাম বলেন, এখন আধুনিক সময়ে এ রোগের ঔষুধ বের হয়েছে। ডাবের পানি পান করা ও নিমের পাতা শরীরে লাগানোর পাশাপাশি আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছি। আব্দুল হাই নামে আরেকজন জানান, আমাদের গ্রামে পক্স সবার মাঝে ছড়িয়ে পড়েছে। এতে করে আমাদের মত সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।

এদিকে চিকিৎসকেরা বলছেন বর্তমান সময়ে ঝার ফুক ও কবিরাজি চিকিৎসার যেমন ভিত্তি নেই, তেমনি চিকেন পক্স নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। সবাইকে সু- চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালমুখি হওয়ার আহবান জানান তারা। এর মধ্যে যারা হাসপাতালে সু- চিকিৎসা নিয়েছেন অনেকেই এখন রয়েছেন শঙ্কামুক্ত।

ভজনপুর উপ স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ মোঃ আবুল বাসার বলেন, চিকেন পক্স একটি ছোঁয়াচে রোগ। তবে এটি ছোঁয়াচে হলেও করোনা বা অন্যান্য রোগের মত ভয়ানক নয়। একটু বিশ্রাম ও ডাক্তারের দেওয়া ঔষুধ সময় মত খেলেই সেরে যায়। এটি নিয়ে ভয়ের কিছু নেই। তবে আমরা দেখেছি গ্রাম-অঞ্চলে এ রোগটির প্রকোপ একটু বেশি। রোগীরা আমাদের কাছে আসলে আমরা এই রোগের ঔষুধসহ পরামর্শ দিচ্ছি।

পঞ্চগড় সিভিল সার্জন ডাক্তার রফিকুল হাসান বলেন, চিকেন পক্স আমাদের একটি পুরনো রোগ। এটি শরীরের এক অংশে হলে ছোঁয়াচে হওয়ায় অন্যখানে ছড়িয়ে পড়ে। এটি নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তাতেই এটি ভালো হয়ে যায়। তবে বিশেষ কোন ক্ষেত্রে মাঝে মধ্যে এই রোগটি কিছুটা জটিল আকার ধারণ করতে পারে। সে ক্ষেত্রে আক্রান্ত হলে আদি চিকিৎসা, ঝাড়-ফুক বা কবিরাজের কাছে না গিয়ে ডাক্তারের সরণাপন্ন হবেন।

উল্লেখ্য, চিকেন পক্সের প্রকোপ জেলা শহরসহ তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে। খবর নিয়ে জানা গেছে, পঞ্চগড়ে চিকেন পক্সে আক্রান্ত হলে অনেকেই জনসমুক্ষে আসেনা। আক্রান্তরা কেউ কাউকে জানতে দেয় না। যত পারে গোপনে বা নিরবে চিকিৎসা করান। কিছু কিছু এলাকায় এ রোগে আক্রান্ত হলে তাদের এক ঘড়ে করে রাখার প্রচলন চলমান রয়েছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত