দেশে করোনায় শনাক্ত ২৬, মৃত্যু নেই

প্রকাশ : ৩১ মে ২০২২, ২১:৪০

সাহস ডেস্ক

দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায় নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় নতুন শনাক্ত হয়েছে ২৬ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ। দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর এক দশমিক ৪৯ শতাংশ। এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৬৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ দুই হাজার ৭৬০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪০ শতাংশ।

একদিনে বিশ্বে মৃত্যু ৯৬৫
একদিনে বিশ্ব করোনায় ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যু সংখ্যা ৬৩ লাখ ১১ হাজার ছাড়াল। আগের দিন সোমবার মৃতের সংখ্যা ছিল ৬৩ লাখ ১০ হাজার ৯১৫। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ২০ লাখ তিন হাজার ৮১৯ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬৩ লাখ ১১ হাজার ৮৮০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৫৭ লাখ ৩০ হাজার ৫৯৭ জন এবং মৃত্যুবরণ করেছে ১০ লাখ ৩১ হাজার ২৮৬ জন। বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ ৫৮ হাজার ৫৮২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৬১১ জনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত