দেশে করোনায় শনাক্ত আরও ২৩, নেই মৃত্যু

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৫২ কোটি

প্রকাশ : ০৮ মে ২০২২, ১৪:৩৫

সাহস ডেস্ক

বিশ্বব্যাপী চলমান করোনায় আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার (০৮ মে) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৭০ লাখ ৫৮ হাজার ৯৭১ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ৫০ হাজার ৫২৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৭৪৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৭ হাজার ৫০৩ জন। বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৩০ লাখ ৯৮ হাজার ৭৪৩ জন। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ২৪ জনে।

বাংলাদেশ পরিস্থিতি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ জন। তবে এ সময়ে করোনা আক্রান্তে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে মোট মারা যাওয়ার সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত থাকল। রবিবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জানা যায়, নতুন ২৩ জন শনাক্তে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জনে পৌঁছেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ৫৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ।

দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর এক দশমিক ৪৯ শতাংশ। এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৬৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৭ হাজার ৫২৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৭ শতাংশ।

সাহস২৪.কম/এএম/এসএ.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত