নিউজিল্যান্ডে প্রথম ‘ওমিক্রন এক্সই ভ্যারিয়েন্ট’

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ২১:০৬

সাহস ডেস্ক

নিউজিল্যান্ডের সীমান্তে প্রথমবারের মত শনাক্ত হয়েছে ‘ওমিক্রন এক্সই ভ্যারিয়েন্টে’। শনিবার (২৩ এপ্রিল) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বিদেশ থেকে নিউজিল্যান্ডে ভ্রমণ করতে আসা এক ব্যক্তির শরীরে ভাইরাসের এ ধরন শনাক্ত হয়েছে। এটি নিউজিল্যান্ডে ‘ওমিক্রন এক্সই ভ্যারিয়েন্ট’র প্রথম কেস বলেও জানানো হয়েছে। সূত্র: ইউএনবি।

মন্ত্রণালয়ের তথ্যানুসারে, আক্রান্ত শণাক্ত হওয়া ব্যক্তি বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। তিনি গত ১৯ এপ্রিল নিউজিল্যান্ডে এসেছিলেন এবং ২০ এপ্রিল তিনি করোনা পরীক্ষা করেন। পুরো-জিনোম সিকোয়েন্সিং এর পর ভাইরাসের এক্সই ভ্যারিয়েন্টটির বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এদিকে, শনিবার দেশটিতে সাত হাজার ৯৩০ জন করোনা শনাক্ত হয়েছে। ৪৯৪ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যুবরণ করেছে ১৯ জন।

এছাড়াও, দেশটির সীমান্তে ৫৫ জন মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মহামারি শুরু হওয়ার পর থেকে নিউজিল্যান্ডে আট লাখ ৭৫ হাজার ৭৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভাইরাস থেকে নিজেদের রক্ষা করার জন্য স্বাস্থ্যবিধি  মেনে চলার জন্য নাগরিকদের সতর্ক করেছে দেশটির সরকার।

সাহস২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত