বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ৬২ লাখ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২২, ২০:৩২

সাহস ডেস্ক

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার ৮৪৭ এবং মোট মৃতের সংখ্যা ৬২ লাখ দুই হাজার ৯২০ জনে দাঁড়িয়েছে বলে জানাচ্ছে যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক তথ্য।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ৭৩ লাখ দুই হাজার ৯১৯ জন। এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৮৯ হাজার ৩২৮ জন।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ছয় লাখ ৬২ হাজার ৩৯৬ জনে দাঁড়িয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন কোটি ২৭ লাখ পাঁচ  হাজার ২১৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চিহ্নিত হয়েছে চার কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৫২৭ জনের সংক্রমণ। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২১ হাজার ৯৬৬ জনে।

সাহস ২৪.কম/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত