২৪ ঘণ্টায় ৮ হাজারের উপরে শনাক্ত, মৃত্যু ১০

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ১৯:২২

সাহস ডেস্ক

দেশে দ্রুত বেড়েই চলছে করোনায় শনাক্তের হার। সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৪০৭ জনে। এতে একদিনে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ।

গতকাল সোমবার শনাক্ত হয়েছিল ৬ হাজার ৬৭৬ জন। এতে শনাক্তের হার দাঁড়িয়েছিল ২০ দশমিক ৮৮ শতাংশে। তার আগের দিন ৫ হাজার ২২২ জন নিয়ে শনাক্তের হার দাঁড়িয়েছিল ১৭ দশমিক ৮২ শতাংশ। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবারও ১০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬৪ জন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৭৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জনে।

গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা অনুযায়ী ৮ হাজার ৪০৭ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশ। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ২৮ হাজার ৪৫৯টি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত