আজ ৬ শতাংশের উপরে শনাক্ত, মৃত্যু ৩

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২২, ১৭:৫৩

সাহস ডেস্ক

দেশে করোনাভাইরাস সংক্রমণে শনাক্তের হার বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ৬ দশমিক ৭৮ শতাংশ হারে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯১ জন। গতকাল শনিবার ৫ দশমিক ৭৯ শতাংশ হারে শনাক্ত হয়েছিল ১ হাজার ১১৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৩ হাজার ৭০০ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০২ জনে।

রবিবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ১২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ৯৮০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৭৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন এবং চট্টগ্রাম বিভাগের একজন।

নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক নাজমুল ইসলাম জানিয়েছেন, দেশে গত এক সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্ত বেড়েছে ১১৫ শতাংশ। গতকাল শনিবার পর্যন্ত গত এক সপ্তাহে দেশে ৬ হাজার ৩০০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এই সংখ্যা এর আগের সপ্তাহের চেয়ে ৩ হাজার ৩৭৬ জন বেশি। অর্থাৎ এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১১৫ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত