শনাক্ত বেড়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ, মৃত্যু ১

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ১৮:০৮

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশ। এতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১৪৬ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনে।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৮ জনে।

শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৯০টি নমুনা সংগ্রহ করা হয়। এ সময় ২০ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন তিনি নারী। তিনি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত