দেশে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ২১:৩৯

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। আজ সোমবার (৩ জানুয়ারি) শনাক্ত বেড়েছে দশমিক ৪৯ শতাংশ। গতকাল রবিবার (২ জানুয়ারি) শনাক্তের হার ছিল ২ দশমিক ৯১ শতাংশ। আজ তা বেড়ে হয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় হয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘন্টায় ১৯ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬৭৪ জন। গতকাল ১৯ হাজার ১৩০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৫০৭ জনের দেহে। দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জন।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৬৮ জন। শনাক্তের হার ৩ দশমিক ৯৬ শতাংশ। গতকাল এই হার ছিল ৩ দশমিক ৩৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় এই জেলায় করোনা আক্রান্ত হয়ে দুই জন মারা গেছেন।

আজ ঢাকা বিভাগে ২ জন এবং রাজশাহী ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২১৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৭৭১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৫ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত