অমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০২১, ১৯:১৬

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন ভেরিয়েন্টে যুক্তরাজ্যে একজন রোগী মারা গেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ সোমবার দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বরিস জনসন বলেন, দুঃখজনক। অমিক্রনে আক্রান্ত অন্তত একজন রোগী মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে। আমি মনে করি, এটি ভাইরাসের 'তুলনামূলক মৃদু সংস্করণ' হলেও এমন কিছু, যা আমাদের ভাবাচ্ছে।

গত ২৭ নভেম্বর যুক্তরাজ্যে প্রথম অমিক্রন শনাক্ত হয়। এরপর জনসন আরো কঠোর বিধি-নিষেধ আরোপ করেন। সেই সঙ্গে রবিবার তিনি স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে বুস্টার শট নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, করোনভাইরাসের অমিক্রন রূপটি দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন লন্ডনে প্রায় ৪০ শতাংশ সংক্রমণের জন্য এটিই দায়ী। তিনি স্কাই নিউজকে বলেন, এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। যা আমরা আগে কখনো দেখিনি। প্রতি দুই থেকে তিন দিনে সংক্রমণ দ্বিগুণ হচ্ছে। তার মানে আমরা সংক্রমণের জোয়ার-ভাটার মুখোমুখি হচ্ছি। আমরা আবারও ভ্যাকসিন ও ভাইরাসের প্রতিযোগিতায় সামনে দাঁড়িয়ে। সূত্র: রয়টার্স, স্কাই নিউজ।

সূত্র: কালের কণ্ঠ