করোনায় আরও ৩ জনের মৃত্যু

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ১৯:৫০

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮৯ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ২৪৩ জন। সব মিলিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৭০ জনে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২২৫ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৮৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৪৭৩টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৩৮৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৯ লাখ ৪৬ হাজার ৪৬টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৪০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে পুরুষ দুইজন এবং নারী একজন। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায় ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুজন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন এবং খুলনা বিভাগের একজন। তারা তিনজনই সরকারি হাসপাতালে মারা গেছেন।

সাহস২৪.কম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত