থ্রম্বোসিস জনিত রোগ সম্পর্কে সচেতনতা তৈরির বিকল্প নেই

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২১, ১৮:৩৭

সাহস ডেস্ক

রক্ত জমাট বাঁধা বা থ্রম্বোসিস জনিত রোগ সম্পর্কে সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা তৈরির কোন বিকল্প নেই বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।

দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৩ অক্টোবর) আয়োজিত র‌্যালি শেষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ বছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘আইস ওপেন টু থ্রম্বোসিস’ অর্থাৎ থ্রম্বোসিস বা রক্ত জমাট বাঁধার সমস্যার ব্যাপারে সজাগ থাকা।

ডা. মো: শারফুদ্দিন আহমেদ বলেন, চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিভাগের সমন্বয়ে বিশেষায়িত ক্লিনিকের মাধ্যমে থ্রম্বোসিস রোগ সম্পর্কে এবং এর চিকিৎসা নিশ্চিত করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। রোগী, রোগীর স্বজনকে স্বাস্থ্য সেবা প্রদানকারী এবং প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ গ্রহণেরও আশ্বাস দেন তিনি।

রক্ত জমাট বাঁধা বা থ্রম্বোসিস জনিত রোগ সম্পর্কে সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই এ দিবসটি সারা বিশ্বে পালন করা হয়ে থাকে। সে সূত্র ধরে বিএসএমএমইউয়ে দিবসটি উদযাপিত হয়েছে।

হেমাটোলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: সালাহউদ্দিন শাহ'র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. নজরুল ইসলাম খান।


সাহস২৪.কম/এসটি/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত