দেশে করোনায় ২৫ জনের মৃত্যু

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৫

সাহস ডেস্ক
ছবি: এ পি হাসান, রয়েটার্স

দেশে ক্রমাগতভাবে করোনা সংক্রমন ও মৃত্যু সংখ্যা হ্রাস পাচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪৩৯ জনের।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ২১২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন। মৃত ২৫ জনের মধ্যে পুরুষ ১৩ জন ও ১২ জন নারী।       
    
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন,৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন,৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয় জন,৭১ থেকে ৮০ বছরের মধ্যে চার জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চার জন রয়েছেন।        

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।
সাহস২৪.কম/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত