করোনাভাইরাসে আরও ৩৬ জনের মৃত্যু

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৪

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৩১৩ জনে।

একই সময়ে নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৩৭৬ জন। দৈনিক শনাক্তের হার কমে পাঁচ শতাংশের নিচে রয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৭ হাজার ১৭৬ জন।

বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে এক হাজার ৪২৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ্য হওয়ার রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ছয় হাজার ১৩৬ জনে।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার চার দশমিক ৭৯ শতাংশ। গতকাল ছিল চার দশমিক ৬৯ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৫ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৭৭ শতাংশ।

সাহস২৪.কম/এসকে.