করোনাভাইরাসে মৃত্যু ৫৮, শনাক্ত আড়াই হাজার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৯

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৮ জনের মৃত্যু। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৯৪ জনে।

একই সময়ে নতুন করে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫৮৮ জন। দেশে সব মিলিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে উঠেছে ৩ হাজার ৬১৭ জন। এ পর্যন্ত দেশে ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন সুস্থ হয়ে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সাড়ে ২৯ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৭৬ শতাংশ, যা আগের দিন ৯ দশমিক ০৭ শতাংশ ছিল।

গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৪৯১ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের অর্ধেকের বেশি।

গত ২৪ ঘণ্টায় মৃত ৫৮ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ২২ জন। ১৯ জন চট্টগ্রাম বিভাগের।

সাহস২৪.কম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত