করোনা: বিশ্বে মৃত্যু ও শনাক্ত আরও কমেছে

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১১:৩০

সাহস ডেস্ক

বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি চালানোর ফলে নিয়ন্ত্রণে আসতে শুরু করছে মহামারি করোনাভাইরাস। এরপরও বরাবরের মত করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৮ লাখ ৫ হাজার ৭৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ২১৯ জন। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ১৩ লাখ ৩৫ হাজার ২৭৮ জন। 

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে গত ২৪ ঘন্টায় (সোমবার ৬ সেপ্টেম্বর থেকে আজ মঙ্গলবার ৭ সেপ্টেম্বর) পর্যন্ত বিশ্বে নতুন করে ৬ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন তিন লাখ ৯৯ হাজার ২১১ জন। আর সেরে উঠেছেন চার লাখ ৮৮ হাজার ৫৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৮৮ হাজার ২১৩ জনে। এসময়ে বিশ্বব্যাপী শনাক্ত হয়েছেন ২২ কোটি ১৯ লাখ ৫৩ হাজার ৬৫৮ জন। এখন পর্যন্ত সেরে উঠেছেন ১৯ কোটি ৮৫ লাখ ৪২ হাজার ১৫০ জন।

অপরদিকে সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩০ লাখ ৫৭ হাজার ৩২০ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪১ হাজার ৭৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২২ লাখ ১৭ হাজার ৪৬২ জন।

তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৯৩৩ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৮৩ হাজার ৮৬৬ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৯৮ লাখ ৯৪ হাজার ৬৬০ জন।

সাহস২৪.কম/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত