২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩১৫ জন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১৩

সাহস ডেস্ক

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩১৫ জন। ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৬২ এবং ঢাকার বাইরে ৫৩ জন।

রবিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট ১ হাজার ২৮০ জন। 

বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ৩১৫ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৭৫ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয় ১৮৭ জন। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের হাসপাতালে ভর্তি হন ৫৩ জন ডেঙ্গু রোগী।

সাহস২৪.কম/জেএস/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত