মমেক হাসপাতালে করোনায় ১৬ জনের প্রাণহানি

প্রকাশ : ১৭ আগস্ট ২০২১, ১২:৫৩

সাহস ডেস্ক

গত ২৪ ঘন্টায় মমেকে করোনায় আত্রান্ত ও উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন  এ তথ্য নিশ্চিত করে বলেন,  করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহে ৯ জন, নেত্রকোনার ৪ জন, জামালপুরের ২ জন ও শেরপুরের ১ জন রয়েছে।

করোনা আক্রান্ত মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের রেহানা আক্তার (৩৮), ত্রিশাল উপজেলার রাহেলা বেগম (৬৫), জাহেদা (৭০), ফুলপুর উপজেলার আব্দুল হান্নান (৭০), গৌরীপুর উপজেলার খোদেজা (৬০) এবং নেত্রকোনা সদরের সালেহা (৬৪)।

সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ময়মনসিংহ সদরের আয়াতুন্নেসা (৯০), গফরগাঁও উপজেলার কেরামত আলী (৭০), রোজিনা (৩০), ত্রিশাল উপজেলার রফিকুল ইসলাম (৫২), নেত্রকোনা সদরের ফজর বানু (৬০), দুর্গাপুর উপজেলার এপ্রিন (৩৫), শ্যামগঞ্জ উপজেলার কাজিম উদ্দিন (৭০), জামালপুর সদরের আবু শামা (৭০), লাভলু (৬০) ও শেরপুরের নকলা উপজেলার হুজেরা (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৩০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩২৯ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৫৮ জন।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৫০০টি নমুনা পরীক্ষায় আরও ৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮.৪০ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৯ হাজার ৪২২ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৭৯ জন।

সাহস২৪.কম/এমআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত