আক্রান্ত ও উপসর্গে বগুড়ায় মৃত্যু আরও ১৫

প্রকাশ | ০৩ আগস্ট ২০২১, ১৮:০৩

অনলাইন ডেস্ক

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে আটজন মারা গেছেন। এর সঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনের নমুনার নতুন আক্রান্ত হয়েছেন ৮১ জন।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৩২ জন, জিন এক্সপার্ট মেশিনে ১০ নমুনায় তিনজন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৭৪ নমুনায় ৪০ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৩ নমুনায় ছয় জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে সদরের ৪১ জন, শেরপুরে ১৩ জন, কাহালুতে পাঁচজন, গাবতলীতে পাঁচজন, শাজাহানপুরে পাঁচজন, সারিয়াকান্দিতে তিনজন, সোনাতলায় তিনজন, শিবগঞ্জে দুইজন, দুপচাঁচিয়ায় দুইজন, আদমদীঘি ও নন্দীগ্রামে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, এখন পর্যন্ত জেলায় ১৯ হাজার ২০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ২১৯ জন। মৃত্যু হয়েছে ৫৮৫ জনের।