চলমান বিধিনিষেধ আরও বাড়ানোর পক্ষে স্বাস্থ্য অধিদপ্তর

প্রকাশ | ৩০ জুলাই ২০২১, ১৫:৪৬

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ বাড়াতে চায় স্বাস্থ্য অধিদপ্তর। চলমান বিধিনিষেধ শেষ হবে আগামী ৫ আগষ্ট।

আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম বিষয়টি জানান।

তিনি বলেন, সংক্রমণ যদি এভাবে বাড়তে থাকে তাহলে কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব? অবস্থা খুবই খারাপ হবে এতে কোনো সন্দেহ নেই। এসব বিবেচনাতেই আরও ১০ দিন আগে কেবিনেট মিটিংয়ে আমরা বিধিনিষেধ বাড়ানোর সুপারিশ করেছি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। তবে বিধিনিষেধ বাড়ানোর বিষয়ে জাতীয় পরামর্শক কমিটি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বা আলোচনাও করেনি।

পবিত্র ঈদুল আজহার পর ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। এখন পর্যন্ত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই বিধিনিষেধ থাকবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। ওই ১৪ দিন সব ধরনের শিল্পকারখানাও বন্ধ থাকবে।