দেশে দৈনিক অক্সিজেনের চাহিদা ২৭০ টন: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ২১:৫৪

সাহস ডেস্ক

দেশে দৈনিক মেডিকেল অক্সিজেনের চাহিদা বেড়ে ২৭০ টনে পৌঁছেছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে সাধারণত দৈনিক ৬০ থেকে ৭০ টন অক্সিজেনের প্রয়োজন হয়। এখন এ চাহিদা বেড়ে ২৭০ টনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানের ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, আগস্টের মধ্যে দেশের ৪০টি হাসপাতালে ৪০টি অক্সিজেন জেনারেটর বসানো হবে। তখন আমাদের আর অক্সিজেনের ঘাটতি থাকবে না।

এ অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানান, ভারত থেকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আমদানি করা হবে।

তিনি আরো বলেন, ভারত থেকে সপ্তাহে দুবার করে মোট ৪০০ টন অক্সিজেন আমদানি করা হবে। অর্থাৎ, প্রতি মাসে ১৬০০ টন অক্সিজেন আমদানি করা হবে। ফলে, আর অক্সিজেন সংকট দেখা দেবে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত