বগুড়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৩:৩১

সাহস ডেস্ক

গত ২৪ ঘণ্টায় বগুড়ার বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

আজ শনিবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৬ জনের মধ্যে সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৮ জন মারা গেছেন। দুই জন অন্য জেলার বাসিন্দা একই সময়ে ৩৪৫টি নমুনা পরীক্ষা করে ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় সুস্থ হয়েছেন ১২৬ জন। তিনটি হাসপাতালে ভর্তি আছেন ৫৫১ জন এবং বগুড়া জেলায় বর্তমানে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৯০৯ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত