চাঁপাইনবাবগঞ্জে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৮

প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০৩:৪১

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার করোনা পজিটিভ ৩ জন ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় এই ৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন জেলা হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. আহনাফ শাহরিয়ার।

জানা যায়, পজিটিভদের মধ্যে দু'জন সদর উপজেলা ও একজন গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে গোমস্তাপুরের একজন সহ দু'জন পুরুষ ও একজন নারী। অপর দিকে উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী সদর উপজেলার দু'জনের একজন পুরুষ ও একজন নারী।

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, মঙ্গলবার জেলার ৩৯৬টি নমুনার ২ ধরণের পরীক্ষায় নতুন করে আরও ৪৮ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হযেছেন। নমুণা বিবেচনায় শনাক্ত হার ১২.১২ শতাংশ। রাজশাহী মেডিক্যাল কলেজ আরটি পিসিআর ল্যাব থেকে আসা ১৩৩টি নমুনার ফলাফলে ২৫ জন শনাক্ত হন। শনাক্ত হার ১৮.৭৯ শতাংশ। জেলাব্যাপী ২৬৩টি নমুনা পরীক্ষায় ২৩ জন শনাক্ত হন। শনাক্ত হার ৮.৭৪ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত