চাঁপাইনবাবগঞ্জে আরও ২০ জন শনাক্ত, মৃত্যু ১

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ০০:৪৮

চাঁপাইনবাবগঞ্জে দুই ধরণের পরীক্ষায় ২৪১টি নমুনার নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২০ জন। শনাক্তের হার ৮.২৯ শতাংশ। শনিবার (১০ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।

তিনি বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাব থেকে আসা ৫৫টি নমুনার ফলাফলে ৫ জন শনাক্ত হন। শনাক্তের হার ৭.২৭ শতাংশ। এদিন জেলাব্যাপী ১৮৬ জনের র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৬ জন শনাক্ত হন। শনাক্তের হার ৮.৬০ শতাংশ।

তিনি আরও বলেন, শিবগঞ্জ উপজেলার একজন কোভিড পজিটিভ রোগী মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় করোনায় ১২২ জন মারা গেলেন।

এদিকে জেলা হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. আহনাফ শাহরয়িার বলেন, গত শুক্রবার রাত ৮টা পর্যন্ত ওয়ার্ডে চিকিৎসাধীন কেউ মারা যায়নি। এদিন বিকেল পর্যন্ত ৭২ শয্যার ওয়ার্ডে ৮টি শয্যা খালি ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত