সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

প্রকাশ : ০৯ জুলাই ২০২১, ১৩:৩২

সাহস ডেস্ক

রোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ৮ জুলাই পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৪০৪ জন।

শুক্রবার (৯ জুলাই) জেলা করোনাভাইরাস বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা পৌরসভা ইটাগাছা এলাকার তৈয়ব আলী ফকিরের ছেলে আমিরুল ইসলাম (৬২), সাতক্ষীরা সদরের সাতিয়ানতলার ইদ্রিস আলির স্ত্রী মাহফুজা (৫০), সদরের ঝাউডাঙ্গার পাথরঘাটা এলাকার কলিমউদ্দিনের ছেলে সুরত আলী(৮০), কলারোয়ার হামিদপুর এলাকার নগর আমীর ছেলে নাসিম উদ্দিন (৪০), কালিগঞ্জের মৌতলার মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল খালেক (৯০),  আশাশুনির শোভনালীর বাটরা এলাকার মৃত ছবেদ গাজীর ছেলে মোকছেদ গাজী(৬৯), কলারোয়ার বড়ালী গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী রাবেয়া বেগম (৬৮) ও মামুন শেখের স্ত্রী তাহমিনা (৩৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ২৪ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত