করোনাভাইরাস: খুলনা বিভাগে আরও ৫১ জনের মৃত্যু

প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ১৫:১৬

সাহস ডেস্ক

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৭৩২ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা। 

বুধবার (০৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত এসব ব্যক্তির মৃত্যু ও করোনা শনাক্ত হয়।

রাশেদা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১০ জন, যশোরে ৬ জন, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নড়াইল ও মাগুরায় ৩ জন করে এবং বাগেরহাটে ও মেহেরপুরে ১ জন করে মারা গেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় শনাক্তের মধ্যে রয়েছে খুলনায় ৩৩৮ জন, বাগেরহাটে ১৩৫ জন, সাতক্ষীরায় ৮৬ জন, যশোরে ৩৫২ জন, নড়াইলে ৯৩ জন, মাগুরায় ৬৮ জন, ঝিনাইদহে ১৪৪ জন, কুষ্টিয়ায় ২৩২ জন, চুয়াডাঙ্গায় ১৯১ জন ও মেহেরপুরে ৯৩ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত