নীলফামারীতে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, মৃত্যু ১

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ১৬:৫৯

নীলফামারীতে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ৭১ জন। এই জেলায় এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে গত ৩ জুলাই জেলায় ৫০ জনের করোনা পজিটিভ হয়। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজেনর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে।

গতকাল সোমবার রাতে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

করোনায় যিনি মারা গেছেন তার নাম আতিকুল ইসলাম ওরফে দুলু (৪০)। তিনি কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের বাসিন্ধা ছিলেন। তিনি রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা, দিনাজপুর, রংপুর ও জেলার ৬ উপজেলারগুলির র‌্যাপিড এন্টিজেন টেস্টে ২১৮টি নমুনা পরীক্ষার রিপোর্টে ৭১ জনের করোনা পজিটিভ হয়। জেলা শনাক্তের হার ৩২.৫৬ শতাংশ। এতে জেলা সদরে ৩৬ জন, ডোমার উপজেলায় ১০ জন, ডিমলা উপজেলায় ২ জন, জলঢাকা উপজেলায় ৭ জন ও সৈয়দপুর উপজেলায় ১৬ জন রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত