বগুড়ায় আরও ৩১৪ জন শনাক্ত, মৃত্যু ৮

প্রকাশ | ০৫ জুলাই ২০২১, ১৪:৩৫

অনলাইন ডেস্ক

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১৬২টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩১৪ জন। শনাক্তের হার ২৭.০২ শতাংশ।

এর মধ্যে, বগুড়ার ২৫০ শয্যার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬ জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান একজন এবং শিবগঞ্জ উপজেলায় বাড়িতে চিকিৎসা নেওয়ার সময় মারা যান আরও একজন।

আজ সোমবার এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

তিনি বলেন, বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আরটি-পিসিআর মেশিনে দিনে তিন শিফটে মাত্র ২৮২টি করে নমুনা পরীক্ষা করা যায়। নমুনার জট থাকায় গত মাসের শেষের দিকে বেশ কিছু সংখ্যক নমুনা ঢাকায় পাঠানো হয়। গতকাল সেই রিপোর্ট অনুযায়ী ৬২৬টি নমুনার মধ্যে শনাক্ত হয়েছেন ১৭২ জন। গত ২৪ ঘণ্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ২৮২টি নমুনার মধ্যে শনাক্ত হয়েছেন ৬৮ জন। জিন এক্সপার্ট মেশিনে ১৪টি নমুনায় শনাক্ত হন ছয় জন। অ্যান্টিজেন টেস্টে ১৯৩টি নমুনায় শনাক্ত হন ৫০ জন। এ ছাড়া, বেসরকারি হাসপাতাল টিএমএসএস মেডিকেল কলেজে ৪৭টি নমুনায় ১৮ জনের করোনা শনাক্ত হয়।

বগুড়ার তিনটি হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন করোনা আক্রান্ত ৪৫৪ জন। বগুড়া জেলায় করোনা রোগী আছেন এক হাজার ২৭১ জন। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সুস্থ হয়েছেন মাত্র ৭৫ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত বগুড়ায় মারা গেছেন ৪২৭ জন।