ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু

প্রকাশ | ০২ জুলাই ২০২১, ১৪:৪৩ | আপডেট: ০২ জুলাই ২০২১, ১৮:৩৭

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭ জনের।

শুক্রবার (২জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৩৮জন এরমধ্যে আইসিইউ সাপোর্টে রয়েছেন ১৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টেজেন টেস্টে গত ২৪ ঘন্টায় ৬২১ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন।