ঢাকায় করোনা আক্রান্ত রোগীর ৬৮% ভারতীয় ভ্যারিয়েন্ট

প্রকাশ : ১৮ জুন ২০২১, ০২:২০

সাহস ডেস্ক

রাজধানী ঢাকায় শনাক্ত করোনাভাইরাস আক্রান্ত রোগীর ৬৮% ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্ট বলে জানিয়েছে আইসিডিডিআরবি। গত মে ও জুন মাসে এই নমুনাগুলোর জিনোম সিকোয়েন্স করেছে আইসিডিডিআরবি।

বৃহস্পতিবার (১৭ জুন) ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন আইসিডিডিআর'র মুখপাত্র একেএম তারিফুল ইসলাম খান।

তিনি বলেন, বলেন, দেশের সংক্রমণ পরিস্থিতি বোঝার জন্য নিয়মিতভাবে নজরদারি করা হয়ে থাকে। এর অংশ হিসেবে বিভিন্ন স্থান থেকে নমুনা সংগ্রহ করে সিকোয়েন্সিং করা হয়। এর ধারাবাহিকতায় মে মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ৬০টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে।

তিনি বলেন, সংগৃহীত নমুনার জিনোম সিকোয়েন্সিং করে দেখা গেছে এর মধ্যে এদের মধ্যে অন্তত ৪১ জন অর্থাৎ ৬৮% ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত, ২২% দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট এবং বাকি নমুনাগুলোর বড় অংশটি উহান ভ্যারিয়েন্ট ছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত