করোনায় আরও ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২৩২২

প্রকাশ : ০৮ জুন ২০২১, ১৭:০০

সাহস ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল ৩০ ও গত পরশু ৩৮ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯১৩ জন।

একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৩২২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন।

মঙ্গলবার (৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ১৬৫টি নমুনা পরীক্ষা করে আরও দুই হাজার ৩২২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৪৪ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৭ জন নারী। তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, চার জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২৬ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৬২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ ৫৫ হাজার ৩০২ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৬০ লাখ ৮৬ হাজার ২০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত