সাতক্ষীরায় সর্বোচ্চ শনাক্ত ৫৫.০৮ শতাংশ

প্রকাশ : ০৮ জুন ২০২১, ১৪:৪৫

সাহস ডেস্ক

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ১৮৭টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। এতে সংক্রমণের হার বেড়ে ৫৫ দশমিক ০৮ শতাংশে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত সাতক্ষীরায় পরীক্ষা বিবেচনায় এটি সর্বোচ্চ শনাক্ত। তবে এই সময় জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে বর্তমানে ৪৬৫ জন চিকিৎসাধীন। এর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৭ জন, সদর হাসপাতালে ৪৫ জন ও বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মোট ৪৯ জনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন ২৩১ জন। আজ মঙ্গলবার সাতক্ষীরায় চতুর্থ দিনের মতো লকডাউন চলছে। শহর ও উপজেলায় কঠোরভাবে লকডাউন মানা হলেও গ্রামাঞ্চলে তেমনভাবে লকডাউন মানা হচ্ছে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত