উপহারের ৫ লাখ ডোজ টিকা হস্তান্তর করলো চীন

প্রকাশ | ১২ মে ২০২১, ১৪:২৬ | আপডেট: ১২ মে ২০২১, ১৫:১৮

অনলাইন ডেস্ক

বাংলাদেশেকে চিনের উপহার দেওয়া পাঁচ লাখ সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে চীন। বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০ পরিবহণ বিমানে করে ভ্যাক্সিনগুলো দেশে আনা হয়েছে। চীন এ পর্যন্ত প্রায় ৮০টি উন্নয়নশীল দেশকে ভ্যাক্সিন সহায়তা দিয়েছে।

বুধবার (১২ মে) সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এ টিকা হস্তান্তর করেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং তার কাছ থেকে আমরা সবসময় সহায়তা পেয়ে এসেছি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার সকালে করোনাভাইরাসের পাঁচ লাখ টিকা আনতে চীনের উদ্দেশে যাত্রা করে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট এস-৩এজিএফ। এরপর বুধবার ভোরে সিনোফার্মের টিকা ও এডি সিরিঞ্জ নিয়ে বাংলাদেশে এসে পৌঁছায়।

এর আগে সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বাংলাদেশে করোনার চলমান দ্বিতীয় ঢেউয়ের অবস্থা আরও খারাপ হলে, অক্সিজেনসহ অন্যান্য মেডিকেল সহায়তা দিতে প্রস্তুত চীন।